ইনজুরিতে অনিশ্চিত সাইফউদ্দিনের উইন্ডিজ সফর

|

বাংলাদেশি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। (ফাইল ছবি)

পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অনিশ্চিত টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন।

উইন্ডিজের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার পর ছাড়পত্র দেয়া হয়েছিলো সাইফউদ্দিনকে। প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলনও করে যাচ্ছিলেন এ অলরাউন্ডার। কিন্তু বোলিংয়ের সময় পিঠে ব্যাথা অনুভূত হওয়ায় ইনজেকশন নিতে হচ্ছিলো সাইফউদ্দিনকে।

এরপর আবারও করা হয় তার ফিটনেস পরীক্ষা। পরীক্ষার পর জানা যায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার মত ফিটনেস নেই তার। ফলে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে সাইফউদ্দিনের থাকা নিয়ে জন্মেছে শঙ্কা।

প্রসঙ্গত, ২০১৭ সালে জাতীয় দলে ডেব্যুর পর প্রথম মাঠে নামার পর এখন পর্যন্ত সাইফউদ্দিনকে পড়তে হয়েছে একের পর এক ইনজুরিতে। ইনজুরির কারণে পাঁচ বছরের ক্যারিয়ারে তিনি খেলতে পেরেছেন ২৯টি ওয়ানডে ও একই সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply