পদ্মাসেতুর উদ্বোধন ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

|

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ; আর মাদারীপুরের শিবচরে হবে স্মরণকালের বৃহত্তম জনসভা। এসব আয়োজনের প্রস্তুতি ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় সেখানে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর টোলপ্লাজায় টোল দিয়ে পদ্মাসেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যাবেন তিনি। মাওয়া প্রান্তের সুধী সমাবেশ ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে। রঙ-বেরঙ এর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা পদ্মাসেতু এলাকা।

আর মাদারীপুরের শিবচরে স্মরণকালের বৃহত্তম জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। জোরেশোরে চলছে মঞ্চ বানানো ও আনুষাঙ্গিক কাজ।

সুধী সমাবেশে বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশের গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেবেন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে পদ্মাসেতু এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া চলছে সেখানে। এছাড়া জাতীয় পতাকা নিয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়ার পাশাপাশি বিমান মহড়া দিয়েছে বিমানবাহিনী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply