ইইউ’র ‘প্রার্থী দেশ’ হিসেবে আজ অনুমোদন পেতে পারে ইউক্রেন

|

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘প্রার্থী দেশ’ হিসেবে আজ অনুমোদন পেতে পারে ইউক্রেন। বৃহস্পতিবার (২৩ জুন) ব্রাসেলসে ইইউর শীর্ষ সম্মেলনে চূড়ান্ত হবে এ সিদ্ধান্ত। খবর বিবিসি’র।

ইইউ’তে অন্তর্ভুক্তির প্রথম ধাপ ‘ক্যান্ডিডেট’ হিসেবে স্বীকৃতি পাওয়া। ইতিবাচক সিদ্ধান্তের আশায় গতকাল বুধবার ফ্রান্স, জার্মানিসহ ১১ ইউরোপীয় নেতার সাথে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

ইউক্রেনকে ইইউ প্রার্থী দেশ হিসেবে স্বীকৃতির সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। রুশ আগ্রাসন শুরুর পরপরই ইইউ সদস্যপদের জন্য আবেদন করে কিয়েভ। এরপর বেশ দ্রুতগতিতে এগিয়ে যায় প্রক্রিয়া। অবশ্য চূড়ান্ত সদস্যপদের জন্য লেগে যেতে পারে কয়েক বছর। ‘ক্যান্ডিডেট’ হওয়া দেশ সত্ত্বেও জোটে প্রবেশ করতে পারছে না আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো ও সার্বিয়া। এছাড়া ‘প্রার্থী দেশ’ হওয়ার জন্য বসনিয়া এন্ড হার্জেগোভিনার আবেদন আটকে আছে এখনও।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply