কারাগারের বিশেষ আদালতে হবে অং সান সু চির বিচার কার্যক্রম

|

এখন থেকে কারাগারের বিশেষ আদালতে হবে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিচারকাজ। কোনো ব্যাখ্যা ছাড়াই এ আদেশ দিয়েছে দেশটির সামরিক জান্তা।

বুধবার (২৩ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা। গৃহবন্দি সু চিকে কারাগারে পাঠানো হয়েছে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। কোনো কোনো গণমাধ্যমেও জানানো হয়েছে এ তথ্য।

গত বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর আটক করা হয় সু চি’কে। এরপর থেকেই রাজধানী নেইপিদোয় অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে তাকে। দুর্নীতিসহ ২০টি মামলায় বিচার চলছে সু চির। তবে, কড়া নিরাপত্তার মধ্যে আদালতের বন্ধ ঘরে হয় শুনানি। প্রবেশ করতে দেয়া হয় না গণমাধ্যমকর্মীদের।একাধিক মামলার রায়ে এ পর্যন্ত ১৯০ বছরের সাজা হয়েছে সু চির। শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমারের নেত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply