উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১০ তীর্থযাত্রী নিহত

|

ছবি: প্রতীকী

তীর্থ সেরে বাড়ি ফিরছিলেন ১৭ জনের একটি দল। পথে দুর্ঘটনায় তাদের মধ্যে ১০ জনেরই মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাকি ৭ জন। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, হরিদ্বার থেকে ট্রাকে করে উত্তরপ্রদেশের লখিমপুরে ফিরছিলেন তীর্থযাত্রীরা। পিলভিটের কাছে জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে তাদের ট্রাকটি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে গাজরাউলা থানা এলাকায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক।

পিলভিটের জেলা প্রশাসক পুলকিত খারে জানিয়েছেন, পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ভোর বেলায় ফাঁকা রাস্তায় বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান, চালকের অসতর্কতার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply