রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

|

ছবি: সংগৃহীত

সীমান্তবর্তী রুশ প্রদেশ রোস্তাভের নভোশাখতিনস্ক শহরের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ ও ৯টা ২০ মিনিটে পর পর দুটি ড্রোন ওই তেল শোধনাগারে আঘাত হানে বলে জানিয়েছে ওই শোধনাগার কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, নভোশাখতিনস্ক শহরের ওই শোধনাগারটি রোস্তাভের সবচেয়ে বড় জ্বালানি তেল শোধনাগার। ইউক্রেন সীমান্ত থেকে শোধনাগারটির দূরত্ব মাত্র আট কিলোমিটার।

রোস্তাভ অঞ্চলের আঞ্চলিক গভর্নর ভাসিলি গলুবেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নভোশাখতিনস্ক তেল শোধনাগারে সম্ভবত ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শোধনাগারটিতে হঠাৎ আগুন ধরে যায়। সেখানে দুটি ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে ড্রোনের উৎস সম্পর্কে তিনি কিছু বলেননি।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে সীমান্ত এলাকায় একাধিক হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনাদের হামলা শুরুর পর থেকে রাশিয়ার সীমান্ত এলাকায় এ ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply