আমরা করোনার নতুন ঢেউয়ের মুখোমুখি হচ্ছি: ফ্রান্সের টিকা প্রধান

|

ছবি: সংগৃহীত

ফ্রান্স করোনার নতুন ঢেউয়ের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের টিকা প্রধান অ্যালেন ফিশার। এছাড়া তিনি আরও বলেন, বর্তমানে প্রায় প্রতিদিন শনাক্তের হার ৯৫ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার (২২ জুন) ‘ফ্রান্স টু’ টেলিভিশনের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, দেশে যে কোভিড আবারও মাথা চাড়া দিয়ে উঠছে তাতে কোনো সন্দেহ নেই। তাই তিনি গণপরিবহনে চলাচল করার সময় মাস্ক বাধ্যতামূলক করার পক্ষে ছিলেন।

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে, বিশেষ করে পর্তুগালে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের কারণে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

ফ্রান্সে মে মাসের শেষের দিকে নতুন সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। গেল সাত দিনের গড় অনুযায়ী
দৈনিক নতুন রোগীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply