রোজারিও সেন্ট্রালের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু তেভেজের

|

ছবি: সংগৃহীত

কোচিং ক্যারিয়ার শুরু করলেন সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবলার কার্লোস তেভেজ। চলতি মাসেই অবসর নেয়া তেভেজ আর্জেন্টিনার ক্লাব রোজারি সেন্ট্রালের কোচ হিসেবে মঙ্গলবার (২১ জুন) রাতে চুক্তি সম্পন্ন করেছেন।

প্রত্যাশা সম্পর্কে কার্লোস তেভেজ বলেছেন, খেলোয়াড় হিসেবে এর সাথে পরিচিত আমি। কিন্তু এখন নতুন দায়িত্ব, নতুন ভূমিকা। উচ্চাশা থাকলেও আমরা শান্ত আছি। কারণ, লক্ষ্য অর্জনে দল হিসেবেই পরিশ্রম করছি আমরা।

তেভেজ আরও বলেন, রোজারিও সেন্ট্রালকে বেছে নেয়ার কারণ এখানকার মানুষ। বেশ কিছু ক্লাব থেকে প্রস্তাব এসেছিল। কিন্তু রোজারিও সেন্ট্রালেই এলাম। এখানে সবকিছু ঠিকঠাক করতে পারলে ইতিহাস সৃষ্টি করা সম্ভব।

বাবার মৃত্যুর পর আর খেলা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন। এরপরই কোচিং ক্যারিয়ারের পরিকল্পনা করেন তিনি। রোজারিও সেন্ট্রালের সাথে চুক্তির পর সামনের মৌসুম থেকে কোচ হিসেবে ডাগআউটে নামবেন সাবেক এই স্ট্রাইকার। ফুটবলার থাকা অবস্থাতেই কোচিং ক্যারিয়ার শুরু করার চিন্তা ভাবনা ছিল তেভেজের।

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া ম্যাচ হবে ব্রাজিলে, তারিখও নির্ধারিত

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply