প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে পারে ভারত

|

ঝাড়খন্ডের সাবেক রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেতে পারে ভারত। মঙ্গলবার (২১ জুন) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সাঁওতাল নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

ওড়িষার সাবেক মন্ত্রী ও ঝাড়খন্ডের রাজ্যপাল পদে ছিলেন দ্রৌপদী মুর্মু। ভারতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তিনিই হবেন ভারতের দ্বিতীয় নারী প্রেসিডেন্ট। এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তার রাজনৈতিক বিচক্ষণতা সুফল বয়ে আনবে ভারতের জন্য।

এর আগে কংগ্রেস, তৃণমূল, বামসহ বিরোধী ১৮ দল অভিন্ন প্রার্থী হিসেবে ঘোষণা করে যশবন্ত সিনহার নাম। ১৯৮৪ সালে বিজেপির হাত ধরে সক্রিয় রাজনীতি শুরু করেন তিনি। অটলবিহারী বাজপেয়ির আমলে অর্থ ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। তবে মোদি-অমিত শাহর হাতে দলের নিয়ন্ত্রণ যাওয়ার পর থেকে যশবন্ত সিনহার সাথে বাড়ে দূরত্ব। ফলশ্রুতিতে, ২০১৮ সালে বিজেপি ছাড়েন তিনি। এরপর ২০২১ সালে তিনি যোগ দেন তৃণমূলে।

আরও পড়ুন: আসামে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply