স্পেনের আদালতে সাবেক বার্সেলোনা তারকার ২২ মাসের জেল

|

এক সময়ের সতীর্থ মেসি ও ইতো। ছবি: সংগৃহীত

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বার্সেলোনার মাঠ কাঁপিয়েছেন ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো। বার্সেলোনায় খেলার সময় ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত ‘ইমেজ’ সত্ব থেকে পাওয়া অর্থে ৩৮ লাখ ইউরো ফাঁকি দিয়েছেন বলে আদালতে স্বীকার করেছেন এতো। কর ফাঁকির মামলায় দায়ও স্বীকার করে নিয়েছেন ইতো।

এ ঘটনায় তারকা এ ফুটবলারকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবশ্য স্থগিত কারাদণ্ড হওয়ার কারণে এখন জেলে যেতে হবে না ইতোকে। মূলত শাস্তির মেয়াদ দুই বছরের কম হওয়ায় ও অতীতে কখনও ফৌজদারী অপরাধ না করায় তার সাজা স্থগিত থাকছে। তবে বিশাল অঙ্কের জরিমানা থেকে মাফ পাচ্ছেন না বার্সেলোনার সাবেক তারকা ফরোয়ার্ড।

৪৮ বছর বয়সী ইতো অপরাধ স্বীকার করে নিলেও এর সম্পূর্ণ দায় দিয়েছেন তার প্রাক্তন এজেন্ট মেসালেসের ওপর।

স্পেনে খেলতে এসে কর ফাঁকির ঘটনা নতুন নয়। এর আগে, কর ফাঁকির অভিযোগ উঠেছিল লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহোর মতো কোচের বিরুদ্ধেও।

আরও পড়ুন: দুর্ঘটনার শিকার রোনালদোর গাড়ি

বার্সেলোনার হয়ে ১৪৪ ম্যাচ খেলেছেন ইতো। যেখানে তার গোল ১০৮টি। জিতেছেন দুইটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগাসহ বেশ কিছু শিরোপা। ২০০৯ সালে বার্সা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেন ইতো।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply