নড়াইলে মাদকবিরোধী গণসচেনতামূলক র‌্যালি ও পথসভা

|

নড়াইল প্রতিনিধি
“চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” মাদক প্রতিকারে-জনতা, পুলিশ এক কাতারে” এ শ্লোগানে নড়াইলে মাদকবিরোধী গণসচেনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা পুলিশ আয়োজনে বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল প্রেসক্লাব চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (সদর) জালাল উদ্দিন, নড়াইল চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি হাসানুজ্জামান, রুপগঞ্জ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস, নড়াইল পৌর সভার কাউন্সিল কাজী জহিরুল হক প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply