কলেজছাত্র রাজিবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ স্থগিত

|

দুই বাসের চাপায় প্রাণ দেয়া কলেজছাত্র রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সাথে প্রকৃত অপরাধী নির্ধারণে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চকে।

কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের করা লিভ টু আপিলের আদেশে এমন কথা বলেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সকালে এ আদেশ দেন।

আদালতে বিআরটিসির পক্ষে শুনানিতে ছিলেন এ বি এম বায়েজিদ ও মুনীরুজ্জামান। স্বজন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও পঙ্কজ কুন্ডু।

৮মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। যার অর্ধেক টাকা আগামী এক মাসের মধ্যে পরিশোধের আদেশ দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply