যুক্তরাষ্ট্রের পর জেরুজালেমে দূতাবাস খুললো প্যারাগুয়ে

|

বিশ্ব জনমতকে উপেক্ষা করে জেরুজালেমে যুক্তরাষ্ট্র কর্তৃক দূতাবাস খোলার পর এবার দ্বিতীয় দেশ হিসেবে নিজেদের দূতাবাস খুলেছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে।

ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যম আজ সোমবার এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্যারাগুয়ের প্রেসিডেন্ট হরাসিও কার্তেজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত সপ্তাহে মার্কিন দূতাবাস উদ্বোধনের পর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এর সমালোচনা করে।

মার্কিন সিদ্ধান্তে প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষোভ করলে সাধারণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ৬৩ জনকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। গুলিবিদ্ধ হয়ে আহত হন ২ হাজারের বেশি নারী, শিশু ও পুরুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply