বিসিবি ও সিনিয়র ক্রিকেটারদের সাথে বৈঠকে কারস্টেন

|

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরামর্শক গ্যারি কার্স্টেন, রাজধানীর একটি হোটেলে বিসিবি ও জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন। মূলত হেড কোচ নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতেই তার সাথে কথা বলছে বিসিবি সংশ্লিষ্টরা।

দুপুরে, মাশরাফী-মুশফিক-তামিম এই ৩ সিনিয়র ক্রিকেটারকে দেখা যায় কারস্টেনের সাথে বৈঠকের জন্য। প্রথমত ক্রিকেটারদের চাহিদা জেনেই, বিসিবি সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে বসবেন কারস্টেন। এরআগে বিসিবি সভাপতি জানান ৩/৪ জন কোচের একটি শর্ট লিস্ট তাদের হাতে আছে।

বাংলাদেশের প্রয়োজন বুঝে, কারস্টেনের পরামর্শে এদের মধ্যে থেকে একজনকে চূড়ান্ত নিয়োগ দেবে বোর্ড। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের পরামর্শক হিসেবে যোগ দেয়ার কথা থাকলেও, আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দায়িত্বে থাকায় এতদিন আসতে পারেননি কারস্টেন। তার দল শেষ চারে উঠতে ব্যর্থ হওয়ায় গতরাতেই ঢাকায় এসেছেন কারস্টেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply