আটকে পড়া ঢাবির ২১ শিক্ষার্থী জানালো নিরাপদে আছে, ফিরছে সিলেটে

|

বন্যার কারণে সুরমা নদীর চরে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থী বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় গাড়িতে করে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছে। এদের মধ্যে একজন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. শোয়াইব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, আমরা নিরাপদে আছি, সুস্থ আছি। বাংলাদেশ আর্মির সহায়তায় আমরা সিলেটে গাড়িযোগে পৌঁছাচ্ছি। আলহামদুলিল্লাহ।

প্রসঙ্গত, সুনামগঞ্জ ভ্রমণে গিয়ে বৃহস্পতিবার (১৬ জুন) একটি হোটেলে আটকা পড়েছিল বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী। সেখান থেকে উদ্ধারের পর তাদের সিলেটের উদ্দেশে পাঠানো হলে সুরমা নদীর একটি চরে আটকা পড়ে তারাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ শিক্ষার্থী।

এর আগে, গতকাল শনিবার যমুনা টেলিভিশনকে শোয়াইব আহমেদ জানিয়েছিলেন, তারা একটা নদীর মাঝখানে লঞ্চে আটকে আছেন। লঞ্চটা একদিকে হেলে আছে এবং দুইটি ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। তারা বিভিন্ন জায়গায় সাহায্য চাইলে রোববার সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply