ইরাকে সব দলের অংশগ্রহণে সরকার গঠন চান সদর

|

ইরাকে চলছে সরকার গঠনের তোড়জোড়। রোববার বিরোধী দলগুলোর নেতাদের সাথে বৈঠক করেন শিয়াপন্থি নেতা মুক্তাদা আল-সদর।

প্রথমেই তিনি বিদায়ী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সাথে সাক্ষাৎ করেন। সরকারে অন্তর্ভুক্ত হতে প্রস্তাব দেন নাসর জোটের এই নেতাকে।

পরে এক বিবৃতিতে মুক্তাদা আল সদর জানান, সবার অংশগ্রহণে সরকার গঠনের বিষয়ে তিনি আশাবাদী। এদিকে ফাতাহ্ জোটের নেতা আল-আমিরির সাথে ভিন্ন বৈঠকে সরকারে যোগ দেয়ার আহ্বান জানান শিয়া নেতা।

ইরাকে গেলো সপ্তাহের নির্বাচনে ৩২৯ আসনের পার্লামেন্টে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৫ আসনে জয়। সেখানে সর্বোচ্চ ৫৪ আসনে জয় পেয়েছে মুক্তাদা আল সদরের জোট। নির্বাচনে অংশ না নেয়ায় প্রধানমন্ত্রী হতে পারবেন না সদর। তবে সরকারে থাকবে গুরুত্বপূর্ণ প্রভাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply