দেড় মাসের নববধূ চার মাসের গর্ভবতী, প্রতারণার মামলা স্বামীর

|

ছবি: সংগৃহীত।

দেড় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় এক দম্পতির। তবে এরপরই জানা যায় সেই নববধূ আবার চারমাসের গর্ভবতী। এরপরই শুরু সংসারে অশান্তি। ওই নারী ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন স্বামী। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, পরিবারের এক আত্মীয়ের মাধ্যমেই বিয়ে হয় ওই দম্পতির। বিয়ের দেড় মাসের মাথায় প্রবল পেটের যন্ত্রণা শুরু হওয়ায় নববধূর। অবস্থা বেগতিক দেখে তাকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসকের কাছে। চিকিৎসক পেটের আল্ট্রাসোনোগ্রাফি করাতে বলেন। সেখানে ধরা পড়ে ওই নারী চার মাসের অন্তঃসস্ত্বা।

ঘটনা জানাজানি হলে ওই নারীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে তাদের বাড়িতে রাখতে অস্বীকার করেন। সেই সাথে নববধূ ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলাও করা হয়। তাদের অভিযোগ, ওই নারী যে বিয়ের আগে থেকেই গর্ভবতী তা তার পরিবার আগে থেকেই জানতেন। এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply