শেষ হলো রিয়াল ও মার্সেলোর ১৫ বছরের সম্পর্ক

|

ছবি: সংগৃহীত

শেষ হলো রিয়াল মাদ্রিদ ও মার্সেলোর ১৫ বছরের সম্পর্ক। চুক্তি শেষ হয়ে যাওয়ায় অশ্রুসিক্ত চোখে রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান লেফট ব্যাক।

২০০৭ সালে ১৮ বছর বয়সী মার্সেলো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে যোগ দেন রিয়াল মাদ্রিদে। দীর্ঘ ১৫ বছরের পথচলায় কিংবদন্তি হয়ে রিয়াল ছাড়ছেন সময়ের অন্যতম সেরা এই লেফট ব্যাক। রিয়ালের জার্সিতে ৫৪৬টি ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। জিতেছেন ২৫টি ট্রফি। যার মধ্যে আছে ৬টি লা লিগা ও ৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

মৌসুমের শেষ হবার আগেই রিয়ালের সাথে চুক্তি নবায়ন হচ্ছে না, সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছিল। সোমবার আড়ম্বর অনুষ্ঠান করে ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে বিদায় দিলো রিয়াল মাদ্রিদ। নতুন ঠিকানা চূড়ান্ত না হলেও ইউরোপের কোনো ক্লাবেই আগামী মৌসুমে খেলতে চান মার্সেলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply