আবারও বাতিল রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, প্রতিপক্ষের আইনজীবীকে ভর্ৎসনা

|

ছবি: সংগৃহীত

ধর্ষণ মামলায় আবারও জয়ী হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লাস ভেগাসের একটি আদালতে ক্যাথেরিন মায়োরগার করা মামলার রায় সিআরসেভেনের পক্ষেই এসেছে। খবর বিবিসির।

গত অক্টোবরে একবার আদালত রোনালদোর বিপক্ষে মামলা বাতিল করে দেন। এরপর মায়োরগা ও তার আইনজীবী লাস ভেগাসের অন্য আরেকটি আদালতে মামলা দায়ের করেন। সেই আদালতও শনিবার (১১ জুন) ৪২ পৃষ্ঠার এক রায়ে মায়োরগার করা মামলাটি বাতিল করে দেয়।

মূলত মায়োরগারের মামলাটি করা হয়েছে কিছু চুরি করা কাগজের উপর ভিত্তি করে। মায়োরগার আইনজীবীর উপর চুরি করা কাগজ আদালতে প্রমাণ হিসাবে দেখানোতে ক্ষুদ্ধ হয়েছেন আদালতের বিচারপতি জেনিফার ডরসি।

মায়োরগার কথা অনুযায়ী, রোনালদোর সাথে এই ঘটনা ২০০৯ সালের। তবে এতদিন পরে হঠাৎ এই মামলা কেন আদালতের এমন প্রশ্নে মায়োরগা বলেছিলেন, ‘ঘটনার’ পর তিনি রোনালদোর সাথে সমঝোতা করতে চেয়েছিলেন কিন্তু পরে তিনি প্রচণ্ড ভেঙে পড়েন এবং আলোচনা আর এগোয়নি। তাই এত বছর পর তিনি মামলা করেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply