একটি কারখানা ঘিরে ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি দাবি

|

ইউক্রেনের সেভেরোদোনেৎস্কে একটি রাসায়নিক কারখানাকে ঘিরে পাল্টাপাল্টি দাবি চলছে ইউক্রেন ও রুশ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে।

রয়টার্সের খবর বলছে, লুহানস্কে রুশ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর দাবি, অ্যাজত কারখানা ঘিরে রেখেছে তারা। সেখানে আটকা পড়ে আছে প্রায় ৮শ মানুষ। এদের মধ্যে ৩ থেকে ৪শ ইউক্রেনীয় সেনা রয়েছে। ভেতর থেকে শহরের দিকে গোলা ছুড়ছে সেনারা এমন দাবিও করে বিদ্রোহী গোষ্ঠী। তবে কারখানাটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেছে জেলেনস্কি প্রশাসন।

লুহানস্কের গভর্নরের দাবি, অ্যাজত কারখানা নিয়ে বিদ্রোহীদের দাবি সত্যি নয়। সেখানে বোম্ব শেল্টারগুলোয় আশ্রয় নিয়েছে প্রায় ৮শ বেসামরিক মানুষ। যাদের মধ্যে প্রায় ২শ জন কারখানাটির কর্মী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply