পদ্মাসেতু উদ্বোধন পরবর্তী সভায় ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে: নানক

|

পদ্মাসেতু উদ্বোধন পরবর্তী সভায় ১০ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বলেন, বৃহৎ এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

আজ শুক্রবার (১০ জুন) সকালে ধানমণ্ডিতে পদ্মাসেতুর উদ্বোধনী জনসভা নিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

নানক বলেন, মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে জাজিরা প্রান্তের মরহুম ইলিয়াস আহমেদ ফেরিঘাট সংলগ্ন বিস্তীর্ণ পদ্মাপাড়ে এই জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর এটি সবচেয়ে বড় সমাবেশ। তার যোগদান উপলক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জুন মাসের গরমের কথা মাথায় রেখে আগতদের কেউ অসুস্থ হলে যেন তড়িৎ ব্যবস্থা নেয়া যায় থাকবে সে ব্যবস্থাও। সব মিলিয়ে জনসমুদ্রে কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রেখেই আয়োজন সম্পন্ন করার পথে আওয়ামী লীগ।

আরও পড়ুন: বিএনপির প্রতিবাদ সমাবেশে বাধা আসলে মোকাবিলা করা হবে: ফখরুল

এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামালসহ নেতৃবৃন্দরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply