কিম জং উনকে গাদ্দাফির মতো হত্যার হুমকি ট্রাম্পের!

|

পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের শর্ত না মানলে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো ভাগ্য বরণ করতে হবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও বলেন, পরমাণু কর্মসূচি বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা সফল হলে, আজীবন ক্ষমতায় থাকার ব্যপারে কিম জং উনকে সহায়তার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু সর্বোচ্চ নেতা সেটি না মেনে যদি বৈঠক বাতিল করে তাহলে তাকে পেতে হবে কঠিন শাস্তি। বরণ করতে হতে পারে লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো করুণ ভাগ্য।

২০১১ সালে বিদ্রোহীদের হাতে নিমর্মভাবে খুন হন গাদ্দাফি।

অন্যদিকে, বৈঠক ফলপ্রসূ হলে অর্থনীতিতে বিপুল উন্নয়ন ঘটাতে পারে উত্তর কোরিয়া।

১২ জুন সিঙ্গাপুরে, ঐতিহাসিক ট্রাম্প-কিম বৈঠক হওয়ার কথা। কিন্তু, কোরীয় অঞ্চলে সামরিক মহড়ার জেরে মঙ্গলবার হঠাৎই বৈঠক বাতিলের হুঁশিয়ারি দেয় পিয়ংইয়ং।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply