ইসলাম বিদ্বেষী মন্তব্য: ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালো আরও দু’টি মুসলিম দেশ

|

ইসলাম বিদ্বেষী মন্তব্য করায় মুম্বাইয়ে বিক্ষোভ। ছবি: সংগৃহীত।

মহানবী (সা.) কে নিয়ে বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্য নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে আরও কয়েকটি মুসলিম দেশ। এ ঘটনায় কূটনৈতিক চাপ বেড়েই চলেছে নয়াদিল্লির ওপর। সৌদি আরব, কুয়েত, কাতারের পর অসন্তোষ জানিয়েছে আরব আমিরাত, ইন্দোনেশিয়াও। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এ নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে কয়েকটি দেশ। তাদের অভিযোগ- এমন কটূক্তি শুধু ভারতীয় মুসলিমদের জন্য নয়, গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য অপমানজনক। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি-ও। অভিযোগ করা হয়েছে, ভারতে পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে মুসলিমদের।

এদিকে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে কয়েকটি আরব দেশের শপিং মল। এরইমধ্যে, অভিযুক্ত নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে বহিস্কার করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। তাদের বিরুদ্ধে কয়েকটি সংগঠন দায়ের করেছে মামলাও। আগামী ২২ জুন জবাবদিহির জন্য তাদের তলব করেছে মহারাষ্ট্র পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply