‘সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়’

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এমন অহেতুক মামলায় ক্ষুব্ধ খালেদা জিয়া।

বিকেলে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করেন তাঁর আইনজীবীর। পরে সাংবাদিকদের খন্দকার মাহবুবু হোসেন বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করা সম্ভব না। আইনজীবীদের মাধ্যমে খালেদা জিয়া নেতাকর্মীদের ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন।

মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়াকে জামিনের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। পবিত্র রমজানে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

এর আগে বিকাল ৪টার দিকে কারাগারে প্রবেশ করেন চার আইনজীবী।

আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান।

রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply