মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম

|

অবশেষে মুক্তি পেলেন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ও মাহাথির মোহাম্মদের ঘনিষ্ঠ সহযোগী আনোয়ার ইব্রাহিম। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কুয়ালালামপুরের একটি হাসপাতাল থেকে মুক্তি পান তিনি।

সমকামিতার অভিযোগে ২০১৫ সাল থেকেই কারাবন্দি ছিলেন ৭০ বছর বয়সী এই রাজনীতিক। তবে সবশেষ জাতীয় নির্বাচনে মাহাথির মোহাম্মদের সাথে জোটবদ্ধ হয় তার রাজনৈতিক দল পিপলস জাস্টিস পার্টি । ২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর দায়িত্ব হস্তান্তর করবেন সাবেক সহকর্মী আনোয়ার ইব্রাহিমের কাছে এমনটাই আশ্বাস দেন মাহাথির। তারই ধারাবাহিকতায় মুক্তি পেলেন ইব্রাহিম। অবশ্য সরকারের অংশ হতে তাকে একটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে হবে। এর আগে ১৯৯৯ সালে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে সরকার থেকে বরখাস্ত হন তিনি। ২০০৪ সাল পর্যন্ত এসব অভিযোগে সাজাও খাটেন প্রবীণ এই রাজনীতিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply