ভোটের জন্য প্রস্তুত খুলনা নগরবাসী

|

আর একদিন পরেই খুলনা সিটি করপোরেশন নির্বাচন। গতকাল মধ্যরাতে শেষে হয়েছে প্রচার-প্রচারণা। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

ভোট জালিয়াতি, ব্যালট ছিনতাইয়ের মত ঘটনা ঠেকাতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। নাশকতা ঠেকাতে এবং ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়া নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

নির্বাচনে প্রায় দশ হাজার পুলিশ-আনসার মোতায়েন থাকবে। ১৬ প্লাটুন বিজিবি এবং রেব সদস্যরা থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ৭০টি ভ্রাম্যমাণ আদালত।

২৮৯ কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ ২৩৪ কেন্দ্রে মোতায়েন থাকবে ২৪ জন করে এবং সাধারণ ৫৫টি কেন্দ্রে থাকবে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply