নাক দিয়ে রক্ত ​​পড়া প্রাণঘাতী জ্বর ছড়িয়ে পড়েছে ইরাকে

|

ইরাকের দক্ষিণাঞ্চলে ভাইরাসজনিত ‘নোজ ব্লিড ফিভার’ ঘটাচ্ছে বিস্তার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, প্রাণ হারিয়েছেন ১৯ জন; আক্রান্ত ১১১। বেশিরভাগ অসুস্থরাই মধ্যবয়সী, পুরুষ। খবর হিন্দুস্তান টাইমসের।

স্বাস্থ্যবিদরা বলছেন, তীব্র জ্বরের পর অতিরিক্ত রক্তক্ষরণে হয় মৃত্যু। শরীরের অভ্যন্তরে ক্ষরণের পাশাপাশি, নাকের মাধ্যমে বেরিয়ে আসে রক্ত। এ ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই। এটি দ্রুতহারে বিস্তার ঘটায়। মূলতঃ গবাদি পশুর শরীরেই দেখা যায় রোগটি। টিক বা এঁটেল পোকার কামড়ের মাধ্যমে ভাইরাসটি ছড়ায় শরীরে।

এর আগে গেলো বছরও, মাত্র ১৬ জনের শরীরে শনাক্ত হয়েছিলো সংক্রমণ। এবার, আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে নো ব্লিড ফিভার। এরজন্য, করোনা মহামারির প্রভাবকে দায়ী করছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের অভিমত, সহজেই কাবু হচ্ছেন শারীরিকভাবে দুর্বলরা। গবাদি পশুর খামারগুলোয় দেখা দিয়েছে মড়ক। এ কারণে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসাইর দোকানপাট। ঈদুল আজহায় এটি আরও ছড়াবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply