কাতালুনিয়ার স্বাধীনতাপন্থিরা নেতা নির্বাচনে আবারও ব্যর্থ

|

কাতালুনিয়ার স্বাধীনতাপন্থি দলগুলো নতুন আঞ্চলিক নেতা নির্বাচনে আবারও ব্যর্থ হলো। শনিবার স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে হয় এই ভোটাভুটি।

গেলো বছরের ডিসেম্বরে কাতালুনিয়ার আঞ্চলিক নির্বাচনে জয় পায় স্বাধীনতা পন্থিরা । তবে প্রেসিডেন্ট কার্লেস পিজমন্টের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি ও তিনি ফেরারী হওয়ায় স্পেন সরকার নতুন নেতা নির্বাচনে চাপ দেয় স্থানীয় আইনপ্রণেতাদের । তারই ধারাবাহিকতায় শনিবার পার্লামেন্টে বসেন তারা। তবে চতুর্থবারের মতো ব্যর্থতায় রূপ নেয় সে উদ্যোগ । পিজমন্টের ঘনিষ্ঠ সহযোগী কুইম তোরা ভোট পান ৬৬টি যা আঞ্চলিক নেতা হিসেবে স্বীকৃতি পেতে প্রয়োজনীয় সংখ্যক ভোটের চেয়ে ২টি কম । ২২ মে’র মধ্যে নতুন নেতা নির্বাচিত করতে না পারলে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হবে কাতালুনিয়াকে, এমনটাই জানিয়েছে মাদ্রিদ । সোমবার আবারও নেতা নির্বাচনে পার্লামেন্টে বসার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply