লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ১৪২ বাংলাদেশি দেশে ফিরেছেন

|

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ১৪২ বাংলাদেশিকে আইওএম’র সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় আইওএম’র ভাড়া করা লিবিয়ার বোরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এক বিজ্ঞপ্তিতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দেশে প্রত্যাবাসনের জন্য আইওএম’র কাছে পর্যায়ক্রমে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এরই প্রেক্ষিতে আইওএম’র একটি চার্টার্ড ফ্লাইটে ডিটেনশন ক্যাম্পে আটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ১৪২ জন বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসন করা হয়।

বাকিদেরও দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠাতে দূতাবাসের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার একই ভাবে দেশে ফিরেছেন আরও ১৬০ জন বাংলাদেশি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply