আইএসআইয়ের শীর্ষ জঙ্গি তুরস্কে গ্রেফতার

|

ইসলামিক স্টেট আইএসআইয়ের এক শীর্ষ নেতা তুরস্কে গ্রেফতার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তুরস্কের প্রশাসন তার পরিচয় প্রকাশে রাজী হয়নি।

শুক্রবার (২৭ মে) বার্তা সংস্থা এফপিতে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, তুরক কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয় যে গ্রেফতার ব্যক্তি আইএস নেতা আবু হাসান আল-হাশমি কুরেশি কিনা। কিন্তু সূত্র জানায়, গেল সপ্তাহে একজন শীর্ষ আইএস নেতা তুরস্কে গ্রেফতার হয়েছেন।

এর আগে তার পূর্বসূরি আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাশি সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চল ইদলিবের বাড়িতে মার্কিন বাহিনীর অভিযানের সময় মারা যাওয়ার এক মাসেরও বেশি সময় পর আবু হাসানকে মার্চ মাসে ইসলামিক স্টেট গ্রুপের নেতা মনোনীত করা হয়েছিল।

উল্লেখ্য, মার্কিন-নেতৃত্বাধীন বিমান জোটের সমর্থনে তিন বছরের ভয়ানক লড়াইয়ের পর ২০১৭ সালের শেষের দিকে ইরাক আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছিল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply