পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

|

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলছেন, পশ্চিমারা আমাদের জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কারণ আমরা ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছি। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (২৭ মে) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্ত্রণালয়ের বৈঠকে এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, পশ্চিমারা রাশিয়ান লেখক, সুরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এটি নিশ্চিতভাবেই বলা যায় যে পরিস্থিতি একটা লম্বা সময়ের জন্য আমাদের পক্ষে থাকবে। এসময় তিনি বলেন, ওয়াশিংটন তাদের উপগ্রহগুলো দিয়ে রাশিয়ার ওপর আগের চেয়েও তিন চার গুন বেশি নজর রাখছে।

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর পরে পশ্চিমা দেশগুলো মস্কোকে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply