স্বর্ণের দাম ভরিতে কমলো প্রায় তিন হাজার টাকা

|

স্বর্ণের দাম সর্বোচ্চ চূড়ায় ওঠার ছয় দিন পর আবার দর কমাল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ভরিতে কমছে ২ হাজার ৯১৬ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের অলংকারের প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৫৪৮ টাকা।

নতুন দর কার্যকর হয়েছে আজ শুক্রবার (২৭ মে) সকাল থেকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম কমেছে। কার্ব মার্কেটে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম নিম্নমুখী। তাই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে ধাতুটির।

দেশের বাজারে সর্বশেষ গত রোববার স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি। তাতে এক ভরি অলঙ্কারের দাম দাঁড়ায় ৮২ হাজার ৪৬৪ টাকা। দেশের ইতিহাসের এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দর। ছয় দিনের ব্যবধানে দাম কমানো হলেও গত রোববারের আগে যে দামে ছিল, সেখানে ফেরেনি দর।

দাম হ্রাস পাওয়ায় আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলঙ্কার কিনতে লাগছে ৭৯ হাজার ৫৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৭৫ হাজার ৯৩৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার অলঙ্কারের ভরি বিক্রি হবে ৫৪ হাজার ২৩৮ টাকায়। আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত ৮ মার্চ স্বর্ণের দাম আউন্স প্রতি সর্বোচ্চ ২ হাজার ৫৬ ডলারে উঠেছিল। গত মঙ্গলবার তা কমে হয়েছিল ১ হাজার ৮৬৭ ডলার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply