টেক্সাসে বন্দুক হামলায় নিহত সেই শিক্ষিকার শোকে মারা গেলেন স্বামী

|

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহতের ঘটনা ঘটে মঙ্গলবার (২৪ মে)। এ ঘটনায় নিহত দু’জন শিক্ষিকার মধ্যে একজন হলেন ইরমা গার্সিয়া। তার মৃত্যু শোক সহ্য করতে না পেরে দু’দিন পরই হার্ট অ্যাটাকে মারা গেছেন শিক্ষিকার স্বামী জো গার্সিয়া। এই দম্পতির চারজন সন্তান আছে। খবর বিবিসির।

গত ২৪ বছর ধরে একসাথে সংসার করছিলেন জো-ইরমা। স্ত্রীর এমন আকস্মিক ও অপ্রত্যাশিত মৃত্যু মেনে নিতে পরেননি জো। টুইটারে তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইরমা গার্সিয়ার ভাতিজা জন মার্টিনেজ। তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, ইরমার স্বামী জো হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমাদের অনুভূতি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের পরিবারের জন্য প্রার্থনা করুন। আমাদের খুব কঠিন সময় যাচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই টেক্সাসের স্কুলে বন্দুক হামলা চালায়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। পুলিশ বলছে, তার হাতে একটি বন্দুক ও একটি রাইফেল ছিল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply