করোনারোধে বাতাস ও নদীর পানি পরীক্ষা শুরু করেছে উত্তর কোরিয়া

|

ছবি: সংগৃহীত

করোনার বিস্তাররোধে বাতাস ও নদীর পানি পরীক্ষা করতে শুরু করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২৬ মে) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।

পিয়ংইয়ংয়ের মহামারি নিয়ন্ত্রণ বিষয়ক কর্তৃপক্ষ জানায়, খাবার পানির মাধ্যমে করোনা বিস্তারলাভ করছে কিনা তা নিশ্চিত হতে দেশটির বিভিন্ন এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে বাতাসের গুণগতমান নিশ্চিতেও চালানো হচ্ছে পরীক্ষা। তবে পানি ও বায়ুর মাধ্যমে করোনা ছড়ানোর কোনো প্রমাণ মিলেছে কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি তারা।

এদিকে, শুক্রবার (২৬ মে) উত্তর কোরিয়ায় আরও লক্ষাধিক মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনার লক্ষণ, প্রাণ হারিয়েছেন আরও একজন।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জন। সংক্রমণ রোধে শুক্রবার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়া সরকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply