ইমরান খানকে প্রধান আসামি করে ইসলামাবাদ পুলিশের মামলা

|

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করলো ইসলামাবাদ পুলিশ।

পুলিশের দেয়া অভিযোগপত্রে বলা হয়, লাহোর-করাচি ছাড়াও রাজধানীর আশপাশের এলাকায় রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ করেছে পিটিআই নেতাকর্মীরা। ভাঙচুর চালিয়েছে গণপরিবহন এবং দোকানপাটে। যাকে আইনের চোখে দণ্ডনীয় অপরাধ বলছে তারা। এ কারণেই বৃহস্পতিবার গভীর রাতে ইমরান খানকে মূল অভিযুক্ত করে দায়ের করা হয় মামলা।

পরে রাজধানীতে আজাদি মার্চ নিয়ে ঢুকতে চাইলে সরকারের প্রবল বাধার মুখে পড়েন ইমরান খান। পরে রাজধানীর ডেমোক্রেসি-চক এলাকায় ঘাঁটি গাড়েন তারা। সেখান থেকেই আল্টিমেটাম দেন, ৬ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। নতুবা, আন্দোলনের মাধ্যমে অচল করা হবে রাজধানী। পাল্টা প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করবে পার্লামেন্ট।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply