টরেন্টোতে সন্দেহভাজন অস্ত্রধারী নিহত

|

ছবি: সংগৃহীত

কানাডার টরেন্টোতে একটি প্রাইমারি স্কুলের সামনে পুলিশের অভিযানে সন্দেহভাজন এক অস্ত্রধারী (২০) নিহত হয়েছে। খবর সিটিভি টরেন্টো নিউজের।

বৃহস্পতিবার (২৬ মে) এই ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ ঘোষণা করা হয় টরেন্টোর আরও পাঁচটি স্কুল।

টরেন্টো পুলিশের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সন্দেহভাজন ওই বন্দুকধারীর অবস্থান ছিল প্রাইমারি স্কুলটির সামনে। গ্যাভিস এক দারোয়ানের দিকে গুলি ছোঁড়ায়, রিপোর্ট করেন স্থানীয়রা। মুহুর্তেই, পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয় পাল্টাপাল্টি গোলাগুলি।

একপর্যায়ে, গুলিবিদ্ধ হয় ওই বন্দুকধারী। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি টরেন্টো পুলিশ।

প্রসঙ্গত, টেক্সাসের প্রাইমারি স্কুলে ম্যাস শুটিংয়ের একদিন পরই, কানাডা দেখলো এ ঘটনা। টেক্সাসে ঐ হামলায় প্রাণ গেছে ১৯ শিশু শিক্ষার্থী আর দুই শিক্ষকের। পুলিশের অভিযানে প্রাণ হারিয়েছে হামলাকারীও। গবেষণা বলছে, প্রতি এক লাখ কানাডীয়র মধ্যে শূণ্য দশমিক পাঁচ শতাংশের মধ্যে রয়েছে হত্যা করার প্রবণতা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply