স্বাভাবিক জীবনে ফিরছিলেন বাসিন্দারা, আবার রুশ হামলায় বিপর্যস্ত খারকিভ

|

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে চালানো রুশ হামলায় প্রাণ গেলো ৯ জনের। রয়টার্সের খবর বলছে, বৃহস্পতিবারের (২৬ মে) ঐ আগ্রাসনে গুরুতর আহত হয়েছেন আরও ১৯ বাসিন্দা। ইউক্রেন প্রশাসনের দাবি, শহরটির বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন, এমন সময়ই আগ্রাসন চালিয়েছে পুতিনের সেনাদল।

গভর্নরের দাবি, নিহতদের মধ্যে রয়েছে পাঁচ মাস বয়সী একটি শিশু। গোলাবর্ষণে প্রাণ হারিয়েছে শিশুটির বাবা, আর জীবনমৃত্যুর সাথে লড়াই করছে মা। এছাড়া মিসাইলের জোরালো বিস্ফোরণে মৃত্যু হয় ৯ বছরের এক কিশোরীর।

গভর্নরের দাবি, প্রায় দুই সপ্তাহ পর খারকিভে আবারও হামলা চালালো রুশ সেনাবহর। এ হামলার যৌক্তিক কোনো ব্যাখা নেই। বরং, স্থানীয়দের মধ্যে ভীতি ছড়াতেই এ আচরণ। দোনবাসের পরই খারকিভের অবস্থান। শুরু থেকেই, ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে নজর রাশিয়ার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply