আজ আদালতে তোলা হবে পি কে হালদারকে, আরও একদফা রিমান্ড চাইতে পারে ইডি

|

বিবিসির ছবি।

বিদেশে অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে বা পি কে হালদারের আবারও রিমান্ড চাইতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি। দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) দুপুর ২টার পর কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পি কে এবং তার পাঁচ সহযোগীকে হাজির করা হবে। সেসময়ই, বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৪ দিনের রিমান্ড চাইতে পারে ইডি। তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের জন্যও আবেদন করা হবে। তদন্তের স্বার্থে প্রয়োজনে কারাগারের ভেতরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবেন গোয়েন্দা কর্মকর্তারা। পিকে হালদারসহ ছয় জনের বিরুদ্ধে ভারতীয় আইন মোতাবেক অর্থ পাচার মামলা দায়ের করা হয়েছে। আজ দুর্নীতি প্রতিরোধ আইনে আরও একটি মামলা হতে পারে তার বিরুদ্ধে।

প্রসঙ্গত, প্রথম তিন দিনের জেরা শেষে পি কের প্রায় ১৫০ কোটি রুপির বেশি সম্পদের হদিস পেয়েছে ইডি। বিগত ১০ দিনে ক্রমাগত জেরা ও তল্লাশি অভিযানে শেষে আরও একাধিক লুকায়িত সম্পত্তির হদিস পেয়েছে ইডি, যার আর্থিক মূল্যমান ৩০০ কোটি রুপির মতো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply