র‍্যাঙ্কিং নয়, এশিয়ান কাপে পারফরমেন্স নিয়ে ভাবছেন জামাল ভূঁইয়া

|

সংগৃহীত ছবি।

র‍্যাঙ্কিং নয় বরং পারফরমেন্স নিয়ে ভাবছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ইন্দোনেশিয়া যাওয়ার আগে এ কথা বলেন তিনি। এশিয়ান কাপের বাছাই পর্বকে তরুণদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন তিনি। অধিনায়ক আরও বলেন, প্রস্তুতি ভালো রয়েছে, এখন সেরাটা দেখানোর পালা।

স্ট্রাইকার নিয়ে সংকট আগে থেকেই ছিলো। দেরিতে ক্যাম্পে আসায় বাদ পড়েছিলেন নাবীব নেওয়াজ জীবন। কোচ হাভিয়ের কাবরেরার ভরসার তালিকায় ছিলেন মতিন মিয়া, সুমন রেজা, মাশুক জনি ও তারিক কাজী। কিন্তু ইনজুরির কারণে শেষ মুহূর্তের ফিটনেস টেস্টে বাদ পড়েছেন তারাও। কিছুটা অগোছালো দল নিয়েই ভোররাতে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়ে ২৩ সদস্যের বাংলাদেশ ফুটবল দল।

মূল পর্বের খেলা সামনের মাসের ৮ তারিখ। তার আগে ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জানালেন, নতুনদের কাছ থেকে সেরাটা পাওয়ার আশাবাদ তার। বললেন, নতুনদের জন্য নিজেদের প্রমাণ করার সময় এটাই।

প্রসঙ্গত, এশিয়ান বাছাইয়ে ৮ জুন বাহরাইন, ১১ জুন তুর্কমেনিস্তান এবং ১৪ তারিখে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply