ইউক্রেনের দখলকৃত অঞ্চলের বাসিন্দাদের দেয়া হচ্ছে রুশ নাগরিকত্ব

|

ইউক্রেনের দখলকৃত খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের বাসিন্দাদের দেয়া হবে রুশ নাগরিকত্ব ও পাসপোর্ট। বুধবার (২৫ মে) এ সংক্রান্ত ডিক্রিতে সাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এমন কার্যক্রমকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছে কিয়েভ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ক্রেমলিনের আচরণকে বেআইনী ও অপরাধমূলক হিসেবে আখ্যা দেয়া হয়।

কিয়েভের দাবি, ইউক্রেনের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে মস্কো। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দোনেৎস্ক ও লুহানস্কে ২০১৯ সাল থেকেই পাসপোর্ট ইস্যু করছে রাশিয়া। এ পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষকে পাসপোর্ট দেয়া হয়েছে। নতুন করে আবেদনকারীদের অর্থ তহবিল থাকা বা ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ারও প্রয়োজন পড়ছে না বলেও জানিয়েছে কিয়েভ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply