রাজশাহীতে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর যুবদল নেতাকর্মীদের হামলা

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নগরীর ভুবন মোহন পার্কে বেগম জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে সংবাদ সংগ্রহের সময় যুবদলের নেতারা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে সমাবেশ চলাকালে যুবদলের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকরা সেই ফুটেজ নিতে গেলে যুবদল নেতারা নিজেদের বিভেদ ভুলে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এসময় মারধরের শিকার ও লাঞ্ছিত হন চ্যানেল ২৪ এর চিত্র সাংবাদিক আক্তারুজ্জামান লেলিন, সময় টিভির আব্দুস সালাম, দীপ্ত টিভির রফিকুল ইসলাম, এসএ টিভির আবু সাইদ, গাজী টিভির রবিউল ইসলাম খোকন, নিউজ ২৪ এর সামিউল বাপ্পী ও মাছরাঙা টেলিভিশনের মাহফুজুর রহমান রুবেল।

এ ঘটনার পর সাংবাদিকরা বিএনপির ঐ সমাবেশ বয়কট করেন। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply