উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের দল ঘোষণা করলো পিসিবি

|

পিসিবির টুইটার থেকে সংগৃহীত ছবি।

উইন্ডিজের বিপক্ষে আগামী ৮ জুন থেকে শুরু হতে যাওয়া আসন্ন হোম সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ৮ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত এই সিরিজটি।

বুধবার (২৫ মে) এ সিরিজে নিয়মিত অধিনায়ক বাবর আজমই পাকিস্তানের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে পিসিবি। অস্ট্রেলিয়া সিরিজে পাওয়া চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন সহ-অধিনায়ক শাদাব খান। এছাড়া দলে ডাক পেয়েছেন কখনো ওয়ানডে না খেলা টপ অর্ডার ব্যাটার আব্দুল্লাহ শফিক। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৪ ইউইকেট নেয়া লেগস্পিনার জাহিদ মাহমুদ জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে।

পাকিস্তান দলের প্রধান নির্বাচক মুহাম্মদ ওয়াসিম বলেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই স্কোয়াড সাজিয়েছি আমরা। যেহেতু উইন্ডিজ সিরিজ ২০২৩ বিশ্বকাপের সুপার লিগে অন্তর্ভূক্ত, তাই আমরা চেষ্টা করবো এই সিরিজ থেকে ম্যাক্সিমামা পয়েন্ট আদায় করার।



/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply