স্কুলে হামলার আগেই উদ্দেশ্য জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল বন্দুকধারী

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে হামলার কিছুক্ষণ আগেই নিজের উদ্দেশ্য জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বন্দুকধারী সালভাদর রামোস। যদিও প্রাইভেট হিসেবে রেখেছিলেন ওই মেসেজটি। খবর গার্ডিয়ানের।

টেক্সাস পুলিশ জানিয়েছে, এর আগে অপরাধের কোনো রেকর্ড ছিল না ওই হামলাকারীর। এমনকি মেলেনি তার কোনো মানসিক সমস্যার নজির। মঙ্গলবার টেক্সাসের একটি প্রি স্কুলে হামলার ঘটনায় এখনও স্তব্ধ পুরো যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে, এ হামলায় নিহত ১৯ শিশুর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাদের বেশিরভাগের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। এদিকে, নিহত শিশুদের প্রতি ভালোবাসা জানিয়ে স্বজনদের করা পোস্টে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

প্রসঙ্গত, মঙ্গলবার টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২ শিক্ষক ও ১৯ শিশুকে হত্যা করে ১৮ বছর বয়সী বন্দুকধারী। পরে পুলিশের অভিযানে মৃত্যু হয় তার। স্কুলে হামলার আগে বাড়িতে নিজের দাদিকেও হত্যা করে সে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply