র‌্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক-লিটন-তামিমের

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম ও চলমান ঢাকা টেস্টে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই সুখবর পেলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও লিটন দাস।

চট্টগ্রামে প্রথম ইনিংসে ১০৫ রান করার পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন মুশফিক। দুই ইনিংসে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে আইসিসির র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন মুশফিক।

চট্টগ্রামে ১৩৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আর ঢাকা টেস্টে ১৪১ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন দাস।

আইসিসির সদ্য ঘোষিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে রয়েছেন লিটন। চট্টগ্রামে ৮৮ রানের ইনিংস খেলায় তার অবস্থান এখন ১৭তম স্থানে। গত মার্চেই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং ১২তম স্থানে উঠে গিয়েছিলেন তিনি। মাঝে আট ধাপ পিছিয়ে পড়েছিলেন।

৬১৭ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক বর্তমানে আছেন ২৫তম স্থানে। বড় লাফে তার খুব কাছে চলে এসেছেন তামিম। ৬০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন এ ওপেনার।

তামিমের মতো বড় লাফ দিয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়ও। নয় ধাপ এগিয়ে ৮৩তম স্থানে এসেছেন এ ওপেনার। আর এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে আছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply