‘বিকাল ৫টা মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন’

|

কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, আজ রোববার বিকাল ৫টার মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল সকাল ১০টা থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি শুরু করবেন তারা।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ ঘোসণা দেন।

এর আগে কোটা বাতিল করে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।

সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে শুরু করে মিছিলটি বেশকিছু সড়ক প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।

তারা আশা প্রকাশ করেন, শিগগিরই কোটার সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হবে। সেই সাথে কোটা আন্দোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের যে কোন ধরনের হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply