দেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত

|

রাজশাহী ব্যুরো:

বাংলাদেশে সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এর মধ্যে প্রায় ১ কোটি মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত। এছাড়া ৪০ বছরের বেশী গ্রামের নারীরা এ রোগে বেশী আক্রান্ত হচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইফস্টাইল চেঞ্জ ফর ফ্যাটি লিভার, ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ হেপাটোলজি সোসাইটি’র সভাপতি অধ্যাপক ডা. মবিন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শাহিনুল ইসলাম, অধ্যাপক ড. ফরিদুল ইসলামসহ বিশেষজ্ঞরা।

সেমিনারে বক্তারা বলেন, যারা বসে বসে কাজ করেন তারা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। এ থেকে মুক্তির জন্য সপ্তাহে ১৫০ ঘণ্টা হাঁটাহাঁটিসহ কায়িক শ্রম, সাঁতার কাটা, সাইকেল চালানো ও বসার ক্ষেত্রে মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ দেন তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply