ভারতগামী যাত্রীর পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার

|

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্ট থেকে আজ বুধবার সকালে ফাহাদুজজামান (২৩) নামে এক যুবকের পাকস্থলী থেকে ৪০০.৬৬ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। এ সময় তার সহযোগীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে মো. ফাহাদুজজামান, যার পাসপোর্ট নম্বর অ-০৩৫২৪৬১৯ এবং তার সহযোগী একই এলাকার কাসেম খানের ছেলে নানটু। যার পাসপোর্ট নম্বর- অ-০০২৫৩৪৪৮।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, একজন যাত্রী তার শরীরে স্বর্ণের বার বহন করে ভারতে যাচ্ছেন এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে তার পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তার সহযোগীকেও আটক করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply