নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত এক, আহত ১০

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বারিক সরদার নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার (২৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ৬০ বছর বয়সী নিহত বারিক সরদার পাবনার বাহিরচর গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নুরে আলম ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের অন্তত ১১ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ট্রাক চালক বারিক সরদার সদর হাসপাতালে মারা যায়।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply