বাইডেনের এশিয়া সফর শেষ না হতেই উত্তর কোরিয়ার ৩টি শক্তিশালী মিসাইল পরীক্ষা

|

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফর শেষ হতে না হতেই ৩টি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, বলে জানিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া প্রশাসন। এসব মিসাইলের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় অ্যাটি ব্যালিস্টিক মিসাইল বলে জানা গেছে। খবর আলজাজিরার।

বুধবার (২৫ মে) ভোরে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে তিনটি মিসাইল ছুঁড়েছে বলে আলজাজিরাকে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান প্রশাসন।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, পিয়ংইয়ংয়ের সুনানা এলাকায় চালানো হয় এ পরীক্ষা। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ছোড়া হয় তিনটি মিসাইল।

উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষার জবাবে ইতোমধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

প্রসঙ্গত, এমন এক সময়ে পিয়ংইয়ং এ পরীক্ষা চালালো যার মাত্র কয়েক ঘণ্টা আগে ৫ দিনের সফর শেষে এশিয়া ছেড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে পরমাণু অস্ত্রধারী দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেয়ার কথাও বলেছিলেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply