সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

|

ছবি: সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে প্রথমবার শনাক্ত হলো নতুন আতঙ্ক- মাঙ্কিপক্স। আরব আমিরাতে ১ম সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদফতর। খবর আলঅ্যারাবিয়ানিউজের।

মঙ্গলবার (২৪ মে) প্রকাশিত খবরে আল অ্যারাবিয়া নিউজ জানায়, শনাক্ত হওয়া ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকা সফর করে ফিরছিলেন। তার শরীরে প্রচণ্ড জ্বর থাকার পাশাপাশি দেখা গেছে ফুঁসকুড়ি। এখন হাসপাতালে পৃথকভাবে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে আমিরাত প্রশাসন।

একইদিন, মাঙ্কিপক্স শনাক্ত হওয়ার খবর জানিয়েছে চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্য অনুযায়ী, আফ্রিকার বাইরে ১৮টি দেশে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তাদের সংস্পর্শে আসা আরও কয়েকশ’ মানুষকেও রাখা হয়েছে নজরদারিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, মাঙ্কিপক্স মতেও ছোঁয়াচে নয় বরং নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ। এ ভাইরাসের রূপ বদলের কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। এমনকি, জলবসন্তের টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব জানিয়েছেন বিশেষজ্ঞরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply